বহু প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই, খুললো মালয়েশিয়ার শ্রমবাজার


 দীর্ঘ অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে । এতে করে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হলো।

রবিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়াতে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারক সই করেন।

এসময় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের, শ্রম কাউন্সেলর মো. জহিরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘ তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, সমঝোতা স্মারক অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিসভা। একইসাথে সব সেক্টরে কর্মী নেওয়ার অনুমোদন দেয় দেশটি। বিশেষ করে উৎপাদন, গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি।

Post a Comment

Previous Post Next Post