নিচে আমি যে ট্রাভেল ব্লগ এর লিস্ট টি দিয়েছি, সেখানে যে বিষয় গুলো লক্ষ্য করে করা হয়েছে সেগুলো হলঃ
১। বাংলা ভাষা
২। ট্রাভেল ব্লগ নিয়ে লেখা
৩। ইউজার ফ্রেন্ডলি
৪। কপি পেস্ট বিহীন ব্লগ
বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ এর লিস্টঃ
# আদার ব্যাপারী
(adarbepari.com)
আদার ব্যাপারী সাইটা খুব সুন্দর করে সাজান গুছানো আছে। এই সাইটটাতে এখন পর্যন্ত অনেক গুলো ট্রাভেল ব্লগ লেখা হয়েছে। এরা ট্রাভেল ব্লগ লেখার পাশাপাশি ভ্রমণ বিষয়ে ইভেন্ট ও অরগানাইজ করে থাকে।
# GoArif ট্রাভেল ব্লগ
(GoArif.com)
GoArif ভ্রমণ বিষয়ক সাইট। ভ্রমণ বিষয়ে ইন্টারনেট ঘেটে কোন লেখা দেয়া হয় না এখানে। সরাসরি ভ্রমণ করে সে অভিজ্ঞতা তুলে ধরা হয় এখানে। ছবি, ভিডিও, অডিও, ৩৬০ ডিগ্রি ছবি সব কিছু ই ইউনিক পাবেন আপনি।
# ট্রিপডো (TripDaw)
(tripdaw.com)
TripDaw, ভ্রমণকারীদের জন্য একটি অনন্য ভ্রমণ কমিউনিটি। আপনার ভ্রমণ গাইড, প্রশ্ন, অভিজ্ঞতা, তথ্য, গল্প, ভিডিও, ছবি ও ভ্রমণ টিপস শেয়ার করুন।
# আলম আশরাফুল
(alamashraful.com/bn)
আলম আশরাফুল ট্রাভেল ব্লগ এ ও আপনি ভ্রমণ বিষয়ে লেখা পাবেন। এই সাইটিতে বাংলাদেশ এর পাশাপাশি বাহিরের দেশে ভ্রমণ নিয়ে লেখা পাবেন। আলম আশরাফুল ভাই বুয়েটের ছাত্র।
# উড়াল পঙ্খী
(uralpongkhi.com)
এই সাইটিতে ও ট্রাভেল ব্লগ লেখা হয়। বাংলাদেশের পাশাপাশি বিদেশ ভ্রমণ এর ও কিছু লেখা রয়েছে এখানে।
# ভ্রমণ গাইড
(vromonguide.com)
এই সাইটি খুবই চমৎকার। আপনি এখানে ভ্রমণ লেখার পাশাপাশি ভ্রমণ নিয়ে নানা প্রকার টিপস পেয়ে থাকবেন।
# শামীম হাসান শাকিল এর বাংলা ব্লগ
(shamimhsm.com)
এই সাইটা খুব একটা গুছালো না। তবে যা আছে, তাতে ইউজাররা অখুশি হবে না। সাইটা তে বাংলাদেশের পাশাপাশি বিদেশে ভ্রমনের ও লেখা রয়েছে।
# পর্যটন বিচিত্রা
(parjatanbichitra.com)
এই সাইটটি অনেকটা নিউজ পোর্টাল এর মত। এখানে ট্রাভেল ব্লগ লিখার পাশাপাশি নানা প্রকার নিউজ প্রকাশ করা হয়ে থাকে।
# টুরিস্ট গাইড ২৪
(touristguide24.com)
এই সাইটি বেশ ভালো ভাবে সাজানো। এখানে আপনি ট্রাভেল বিষয়ে অনেক লেখা পাবেন।
# বিডি ট্রাভেল নিউজ
(bdtravelnews.com)
এই সাইট টি তে ট্রাভেল ব্লগ নিয়ে লেখার পাশাপাশি ট্রাভেল বিষয়ক নানা খবর পাবেন।
# ই বাংলা ট্রাভেল
(ebanglatravel.com)
এই সাইটি ও বেশ ভালো। ট্রাভেল বিষয়ে অনেক তথ্য পাবেন এখানে।